করোনা : ঝিকরগাছায় নতুন করে ১২ জনসহ মোট আক্রান্ত ২০১

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় একদিনে ২২ জনের নমুনা পরীায় ১২ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২ শ ছাড়লো। শনিবার নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরও ১২ জনসহ উপজেলায় এ পর্যন্ত মোট ২০১ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে ১৩৭ জন সুস্থ হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রাশিদুল আলম জানান, শনিবার নমুনা পরীক্ষার ফলাফলে ১২ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে দুইজনের দ্বিতীয়বার পজিটিভ শনাক্ত হয়। আক্রান্তরা হলেন মিজানুর রহমান (৫৪), আব্দুল হাই (৩৮), শহরবানু (৬০), রওশন আলী (৭০), ফিরোজ হুসাইন (৩৮), নজরুল ইসলাম (৫৮), সুবাস চন্দ্র ভক্ত (৬৩), তাসলিমা খাতুন (৩৬), ছিদ্দিক হোসেন (৫৯), শরিফুল ইসলাম (৪৬)। এছাড়া দ্বিতীয়বার করোনা আক্রান্তরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছিমুল হাবিব শিপার ও তার শিশু পুত্র ইতিহাদ ইমাম (৬)। এর আগে গত শুক্রবার ১২ জনের নমুনা পরীায় করোনা পজিটিভ আসে। ফলে গত দুইদিনে ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ২২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ১২ জনের করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত উপজেলায় ৮০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৪ জন।