যশোর শহরে ফেনসিডিল বোঝাই কারসহ শার্শার তিন জন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা ৪শ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-ঘ-১৩-৩২৫৪) জব্দ ও তিন মাদক বিক্রেতাকে আটক করেছেন। শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে ওই ফেনসিডিল জব্দ করা হয়। আটককৃতরা হলেন শার্শা উপজেলার উত্তর বুরুজ বাগান এলাকার নুরুল ইসলামের ছেলে আলী হোসেন (৩৫), শ্যামলগাছি গ্রামের শামসুর রহমানের ছেলে রুবেল (২৭) এবং যাদবপুর গ্রামের মোহাম্মদ মনিরের ছেলে মহাসিন। র‌্যাব সদস্যরা জানান, শুক্রবার রাতে তারা গোপন সূত্রে জানতে পারেন ফেনসিডিল নিয়ে একটি প্রাইভেটকার বেনাপোল থেকে যশোরের দিকে আসছে। সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা চাঁচড়া চেকপোস্ট শ্রমিক ভবনের সামনে অবস্থান নেন। রাতে প্রাইভেটকারটি সেখানে পৌঁছালে তাদের আটক করা হয়। পরে প্রাইভেটকার তল্লাশি করে ৪শ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। এক বার্তায় র‌্যাব যশোরের কোম্পানি কমান্ডার এম.সারোয়ার হুসাইন জানান, আটক তিন জন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা সীমান্ত এলাকা থেকে কম দামে ফেনসিডিল কিনে বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করে।