মাগুরায় পূজা পরিষদ নেতার ওপর হামলাকারীদের শাস্তি দাবি

0

স্টাফ রিপোর্টার ॥ মাগুরায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- সংগঠনের সভাপতি অসীম কুন্ডু ও সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গত ১২ আগস্ট মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাধানগর গ্রামে ভূমিদস্যু মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান ও সহযোগীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। হামলায় তিনি গুরুতর জখম হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নেতৃদ্বয় এই হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।