মেসির দলে থাকা নিয়ে দ্বিধাবিভক্তি বার্সা পরিচালকদের

0

লোকসমাজ ডেস্ক॥ সদ্য শেষ হওয়া মৌসুমে বার্সেলোনার ভরাডুবিতে হতাশা ঘিরে ধরেছে দলটির অধিনায়ক লিওনেল মেসিকে। যার ফলে ২০২১ পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও, এবারের মৌসুমে দল ছাড়ার গুঞ্জন রয়েছে মেসির। সার্বিক বিবেচনায় গুঞ্জনটি সত্য হওয়ার সম্ভাবনা এবার প্রবল। তার উপর নতুন খবর হলো, দলের তারকা খেলোয়াড়কে নিয়ে বিভক্ত বার্সেলোনার বোর্ড। কেউ চান যেকোনো মূল্যে মেসিকে বার্সেলোনায় থাকতে রাজি করানো হোক, আর সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন করা গেলে মেসিকে ছেড়ে দিতে আপত্তি নেই বোর্ডের কিছু পরিচালকের।
এই দলবদলের মৌসুমেই মেসি বার্সেলোনা ছাড়তে চান বলে প্রথম খবর দিয়েছিল ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম এস্পোর্তে ইন্তেরাতিভো। আর নতুন কোচ রোনাল্ড কোম্যানের সঙ্গে আলোচনায় মেসি আগামী মৌসুমে ক্লাবে থাকার চেয়ে না থাকার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন, এই খবরটি দিয়েছে কাতালান রেডিও স্টেশন আরএসি ১। তবে বার্সার ক্লাব সভাপতি জোসেফ বার্তোমেউ জানিয়ছেন, মেসি বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করতে চান। এমনকি নতুন কোচ রোনাল্ড কোম্যান জানিয়েছেন, মেসিকে ঘিরে নতুন মৌসুমের পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। তবে ইএসপিএনের এক প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন তথ্যা। যেখানে খবর রটেছে, বার্সার কয়েকজন পরিচালক জানিয়েছেন, মেসির ব্যাপারে অন্যান্য ক্লাবের প্রস্তাব শুনতে রাজি তারা। আর মেসিসহ দলের সিনিয়র খেলোয়াড়রা ক্লাব থেকে বিদায় নিলে দলকে যে প্রতি মাসে বড় অংকের অর্থ বেতন-ভাতায় খরচ করতে হয় সেটিও কমবে। তবে মেসিকে কেনার সাহস এখনো দেখায়নি কোনো দল। মেসিকে কেনার দুঃসাহস দেখাতে হলে, বার্সেলোনা যে ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের ট্যাগ ঝুলিয়ে রেখেছে মেসির ওপর, সেটিও মাথায় রাখতে হবে।