জোড়া সেঞ্চুরিতে দিশেহারা পাকিস্তান

0

লোকসমাজ ডেস্ক॥ প্রথম টেস্টে হার, দ্বিতীয় টেস্ট ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তৃতীয় টেস্টেও বৃষ্টির হানা। তবে, বৃষ্টির চোখ রাঙানি কাটিয়ে ঠিকই মাঠে চলছে ইংল্যান্ড-পাকিস্তানের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। টেস্টের প্রথম দিনই ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান জ্যাক ক্রাউলি এবং জস বাটলার যে শো দেখালেন তাতেই ব্যাটফুটে পাকিস্তান। দ্বিতীয় দিন মাঠে নেমে সেই দুই ব্যাটসম্যানের সামনে বলতে গেলে দিশেহারা পাকিস্তানের বোলাররা।
সাউদাম্পটন টেস্টের দ্বিতীয় দিন এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল দ্বিতীয় সেশনের খেলা। তাতে ইংল্যান্ড রান করেছে ৪ উইকেট হারিয়ে ৩৫৯। ১৮৬ রানে জ্যাক ক্রাউলি এবং ১১৩ রান নিয়ে ব্যাট করছিলেন জস বাটলার। প্রথম দিনই সেঞ্চুরি করে ফেলেছিলেন জ্যাক ক্রাউলি। ১৭১ রান নিয়ে প্রথম দিন শেষ করেন জ্যাক ক্রাউলি। জস বাটলার ছিলেন ৮৭ রানে। দ্বিতীয়দিন গতকাল জস বাটলার সেঞ্চুরি করে ফেলেন। একই সঙ্গে জ্যাক ক্রাউলি এগিয়ে চলছেন ডাবল সেঞ্চুরির দিকে। প্রথমদিন শুরুতে ইংল্যান্ডকে চেপে ধরেছিল পাকিস্তান বোলাররা। ররি বার্নস আউট হন ৬ রানে। ২২ রানে আউট হন ডোম সিবলি। ২৯ রানে জো রুপকে ফিরিয়ে দিয়েছিলেন নাসিম শাহ। ৩ রানে আউট হন অলি পোপ। ১২৭ রানে ৪ উইকেট পড়ার পরই জুটি বাধেন জস বাটলার এবং জ্যাক ক্রাউলি। এরই মধ্যে তারা দু’জন গড়ে ফেলেছেন ২৪৬ রানের জুটি। পাকিস্তানের হয়ে ইয়াসির শাহ ২টি, ১টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ।