করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে আবারো তিন জনের মৃত্যু

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, সাতক্ষীরা সদরের মাগুরা গ্রামের জামশেদ আলী (৬৮), তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামের রুহুল আমিন (৫৬) ও একই উপজেলার নোয়াকাটি গ্রামের আলাউদ্দিন (৬৮)। শুক্রবার তিনজনের মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ১০৫ জনের। এর মধ্যে করোনা আক্রান্তে ২৬ জন। আর উপসর্গ নিযে মারা গেলেন ৭৯ জন। মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জমশেদ আলী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ১৪ আগস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রুহুল আমিন ভর্তি হয়েছিলেন গত ১৮ তারিখ। আলাউদ্দিন ভর্তি হয়েছিলেন গত ৯ তারিখে। তত্বাবধায়ক আরো জানান, নিহত তিনজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।