কুষ্টিয়ায় কোচিং করানোর দায়ে জরিমানা

0

কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়ার মিরপুরে প্রাইভেট কোচিং করানোর দায়ে এক শিক্ষককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি না মানা আরও ১৩ জনকে অর্থদণ্ড করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, উক্ত এলাকায় অভিযান পরিচালনার সময় প্রাইভেট কোচিং করানোর দায়ে একজন শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি না মানায় ১৩ জনকে তিন হাজার চারশত টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, করোনাভাইরাসের সংক্রামণ রোধে এ অভিযান অব্যাহত থাকবে।