নির্যাতন করে হত্যা: তিন কিশোরের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নোটিশ

0

লোকসমাজ ডেস্ক॥ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন শিশু নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। স্বরাষ্ট্রমন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট আটজনকে এ নোটিশ পাঠানো হয়। আগামী ২৪ আগস্টের মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেয়া হলে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
যশোরে তিন কিশোর খুন, কী ঘটেছিল কেন্দ্রের ভেতরে- এ সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানজিত সিদ্দিকী এই নোটিশ পাঠান। আইনজীবী নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে তিন কিশোর নিহত ও ১৫ জন আহত হওয়ার ঘটনায় কর্তৃপক্ষ এবং ভুক্তভোগীরা ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছে। পুলিশ শুরুতে এই ঘটনাকে ‘দুই গ্রুপের সংঘর্ষ’ বলে দাবি করলেও আহত কিশোররা বলছেন, কেন্দ্রের আনসার সদস্যরা তাদের ১৮ জনকে বেঁধে পেটানোর কারণেই এমনটা হয়েছে।