কলারোয়া পৌরসভায় ওয়ার্ড কমিটির সভা

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় ওয়াস ও করোনাভাইরাস সচেতনতামূলক ওয়ার্ড কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্র্যাকটিক্যাল এ্যাকশনের সহযোগিতা ও পৌরসভার আয়োজনে পৌরসভার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। আলোচনায় অংশ নেন পৌরসভার প্যানেল মেয়র শেখ জামিল হোসেন, সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এসএম সোহরাওয়ার্দী হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা প্র্যাকটিক্যাল এ্যাকশনের প্রোগ্রাম অফিসার শাহানাজ পারভীন মিনা।