এনইউবিটিতে অনলাইন শিক্ষা কার্যক্রমের ওপর প্রশিক্ষণ কর্মশালা

0

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (এনইউবিটি) খুলনার উদ্যোগে বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্বিক তত্ত্বাবধানে দু দিনব্যাপী খুলনা জেলার ৫০টির অধিক কলেজের শিকদের অনলাইন শিা কার্যক্রমের ওপর প্রশিণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন, এনইউবিটি খুলনার রেজিস্ট্রার, ড. মো. শাহ আলম। এ সময় তিনি বলেন, অনলাইন শিা কার্যক্রম বিস্তারে পর্যায়ক্রমে খুলনা বিভাগের সকল জেলায় এ প্রশিণ কার্যক্রম অব্যাহত রাখবে এনইউবিটি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, এনইউবিটি খুলনার ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীা নিয়ন্ত্রক ও সহযোগী অধ্যাপক এস. এম মনিরুল ইসলাম, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা মো. রবিউল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি