চৌগাছায় ২ হাজার ৬শ হেক্টর জিমতে আউশ ধানের চাষ

0

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় চলতি মৌসুমে ২ হাজার ৬শ হেক্টর জমিতে আউশ ধানের চাষ করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় চাষীরা চলতি মৌসুমে আউশের বা¤পার ফলনের আশা করছেন। উপজেলা কৃষি অফিসের তথ্য কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, চলতি মৌসুমে আউশে বিআর-২৬, ব্রি ধান-২৮, ৪৮, ৫০, ৫৫, ৫৮, ৬৩, ৮২ ও ৮৩, বিনা ধান-১৯, মিনিকেট, রহিম স্বর্ণ, শুভললতা, গণতারা, জিএস ওয়ান, জামাইবাবু, হাইব্রিড ই¯পাহানি, সিনজেন্টা, ১২০৬, তেজগোল্ড, এসএলএইটএইচ, হিরা ও অ্যাগ্রো ধান-১৪ জাতের ধান উপজেলার ফুলসারা ইউনিয়নে ৫৫ হেক্টর, হাকিমপুরে ৮৫ হেক্টর, স্বরুপদাহে ৪.৮৫ হেক্টর, নারায়ণপুরে ৭শ ১৫ হেক্টর, পাশাপোলে ১শ ২০ হেক্টর, সিংহঝুলিতে ৪০ হেক্টর, ধুলিয়ানীতে ৭৫ হেক্টর, চৌগাছা সদর ইউনিয়েন ১শ হেক্টর, জগদীশপুরে ৭০ হেক্টর, পাতিবিলায় ৮০ হেক্টর, সুখপুকুরিয়া ইউনিয়নে ৭শ ২০ হেক্টর ও পৌর এলাকায় ৫০ হেক্টর জমিতে আউশ ধানের চাষ করা হয়েছে। চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দিন বলেন, চলতি বছর আবহাওয়া অনকুলে থাকায় আশা করিছ আউশ ধানের ভাল ফলন হবে। তিনি বলেন এ অঞ্চলের কৃষকেরা একই জমিতে আউশ ধানের চাষ করলে ঐ জমিতে সরিষা চাষ করে আবার বোরো ধান চাষ করতে পারে। সে হিসেবে দুই ফসলি জমিতে সহজেই তিন ফসল চাষ করেন কৃষকরা। ফলে এ অঞ্চলের কৃষকেরা আউশ ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন।