বার্সেলোনার ‘বিস্ময় বালক’ স্পেন জাতীয় দলে

0

লোকসমাজ ডেস্ক॥ ক্লাব ফুটবলের পর ইউরোপে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল। আগামী মাসে মাঠে গড়াচ্ছে উয়েফা নেশন্স লিগ। এই প্রতিযোগিতা সামনে রেখে দল ঘোষণা করেছেন স্পেন কোচ লুইস এনরিকে। তারুণ্যনির্ভর স্কোয়াডে অন্যতম মুখ আনসু ফাতি। বার্সেলোনার ‘বিস্ময় বালক’ প্রথমবার ডাক পেয়েছেন জাতীয় দলে।
ব্যক্তিগত কারণে ‘বিরতি’ শেষে ফের স্পেন দলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দল ঘোষণা করলেন এনরিকে। করোনাভাইরাস বিরতি শেষে ৩ সেপ্টেম্বর জার্মানির মাঠে আতিথ্য নেবে ‘লা রোজা’। এর তিন দিন পর উয়েফা নেশন্স লিগের পরের ম্যাচে ঘরের মাঠে তারা আতিথ্য দেবে ইউক্রেনকে। এই ম্যাচ দুটির জন্য তারুণ্যনির্ভর দল ঘোষণা করেছেন এনরিকে। যেখানে প্রথমবারের মতো সিনিয়র দলে জায়গা মিলেছে ফাতির। মাত্র ১৭ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় এই ‘বিস্ময় বালক’। গত বছর বার্সেলোনার জার্সি গায়ে জড়িয়ে প্রচারের আলোর নিচে চলে আসা ফাতি পেলেন আরেকটি খুশির খবর। ২০১৯-২০ মৌসুমে কাতালানদের জার্সিতে ৩৩ ম্যাচে করেছেন ৮ গোল। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেক ও গোল- দুটো রেকর্ডই নিজের করে নিয়েছেন তিনি। জন্ম গিনি বিসাউয়ে হলেও গত বছরের সেপ্টেম্বরে স্পেনের নাগরিকত্ব পান ফাতি। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ সামনে থাকায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাড়াহুড়ো করেছিল, যদিও পরবর্তীতে তিনি বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলেননি। তবে অক্টোবরে প্রথমবার স্পেনের জার্সি গায়ে জড়ান অনূর্ধ্ব-২১ দলের হয়ে। এবার মূল দলের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় বার্সা ফরোয়ার্ড। জন্মস্থান গিনি বিসাউ ছাড়াও পর্তুগালের হয়ে খেলার যোগ্যতা ছিল ফাতির। জন্মসূত্রে আফ্রিকার দেশটি, আর দাদার সূত্রে খেলতে পারতেন তিনি পর্তুগালের জার্সিতে। যদিও ফাতির পছন্দের তালিকায় সবসময়ই প্রথমে ছিল স্পেন।
স্পেন স্কোয়াড:
গোলকিপার: দাভিদ দে গেয়া, কেপা আরিজাবালাগা, উনাই সিমোন; ডিফেন্ডার: হেসুস নাভাস, দানি কারভাহাল, সের্হিয়ো রামোস, পাউ তোরেস, ডিয়েগো ইয়োরেন্তে, হোসে গায়া, সের্হিয়ো রেগুইলোন, এরিক গার্সিয়া; মিডফিল্ডার: ফাবিয়ান রুইজ, থিয়াগো আলকান্তারা, সের্হিয়ো বুশকেটস, রোদ্রি এর্নান্দেজ, মিকেল মেরিনো, দানি ওলমো, ওস্কার রোদ্রিগেজ; ফরোয়ার্ড: রোদ্রিগো মোরেনো, মিকেল ওয়ের্জাবাল, আদামা ত্রাওরে, মার্কোস আসেনসিও, আসনু ফাতি, ফেরান তোরেস।