সমস্যায় জর্জরিত রাজগঞ্জ বাজার

0

ওসমান গণি, রাজগঞ্জ (যশোর) ॥ যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারটি নানা সমস্যায় জর্জরিত। সামান্য বৃষ্টি হলেই বাজারের অলি-গলিতে জমে যায় হাঁটু পানি। কাদা ও ময়লা জমে একাকার হয়। সেই সাথে ভ্যান, আলমসাধু, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন বাজারের ভিতরে ঢুকে বিশৃঙ্খল অবস্থায় সৃষ্টি করছে। মাংস ও মাছপট্টিতে ময়লা আর্বজনা পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে দূষিত হচ্ছে পরিবেশ। বাজারের ভিতরে প্রবেশপথ ভ্যানস্ট্যান্ড থেকে হাই স্কুলের রাস্তা পর্যন্ত বড় বড় গর্ত দেখা দিয়েছে। গত এক যুগেও এই রাস্তাটি মেরামত বা সংস্কার করা হয়নি বলে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাদৎ হোসেন জানিয়েছেন। বাজারে বিভিন্ন দোকানপাটের সামনে জমে থাকা পানি বের হবার কোন পথ নেই। যে কারণে অলি-গলিতে হাঁটু সমান পানি ও কাদা জমে থাকছে। তাছাড়া বাজারে ময়লা আর্বজনা ফেলার নির্দিষ্ট কোন জায়গা নেই। যেখানে সেখানে ময়লা ফেলে রাখা হচ্ছে। এগুলো পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এদিকে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের বাজার সংলগ্ন রাজগঞ্জ বালিকা বিদ্যালয়ের সামনের রাস্তায় বড় বড় গর্ত হয়ে পানি জমে ডোবায় রূপ নিয়েছে। যে কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ ব্যাপারে কথা হয় জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম মিলনের সাথে। তিনি বলেন, অতি দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা মেরামত করা হবে। রাজগঞ্জ বাজারটির বেশিরভাগ অংশ চালুয়াহাটি ইউনিয়নের আওতায় অবস্থিত। এখানকার ইউপি মেম্বার মশিয়ার রহমান জানান, এই মুহূর্তে কিছু করার নেই। তবে আগামী অর্থ বছরে বাজারের সমস্যাগুলো সমাধানের পরিকল্পনা রয়েছে।