পাইকগাছায় নৌকাডুবিতে নিখোঁজ দিনমজুরের সন্ধান মেলেনি

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় নদীতে নৌকা ডুবে নিখোঁজ দিনমজুর অহেদ আলী’র (৪৫) এখনো সন্ধান মেলেনি। তিনি পুরাইকাটি গ্রামের হাতেম সরদারের ছেলে। মঙ্গলবার বিকেলে অহেদসহ ৭ জন দিনমজুর জনৈক মালেকের জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তারা কপোতাক্ষ আলোকদ্বীপ খেয়াঘাটে নৌকায় পার হওয়ার সময় প্রবল পানির ¯্রােতে নৌকাটি ডুবে যায়। অন্যরা কূলে উঠতে পারলেও নিখোঁজ হন অহেদ আলী। সংবাদ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এদিকে, বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি অহেদ আলীর। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও থানা পুলিশের ওসি এজাজ শফী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।