যশোরে বামগণতান্ত্রিক জোটের মানববন্ধনে নেতৃবৃন্দ : দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু হওয়ায় সিনহা-বন্দি হত্যা ঘটছে

0

স্টাফ রিপোর্টার ॥ অবিলম্বে বিচার বহির্ভুত হত্যাকান্ড বন্ধ এবং অবসরপ্রাপ্ত মেজর সিনহা ও যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর জেলা বাম গণতান্ত্রিক জোট। গতকাল বুধবার দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, সরকার সীমাহীন লুটপাট, দুনীতি এবং ব্যর্থতার দায় চাপা দিতে দেশে একের পর এক নারকীয় তান্ডব চালাচ্ছে। যে কারণে এসব ঘটনায় দোষীরা পার পেয়ে যাচ্ছে। দেশে বিচারহীনতার সাংস্কৃতি চালু হওয়ার কারণে সিনহাসহ কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি হত্যার ঘটনা ঘটছে। আজ সরকারের জনগণের প্রতি নূন্যতম কোন দায়বদ্ধতা নেই। যে কারণে একের পর এক বিচার বহির্ভুত হত্যাকান্ড ঘটছে। সরকার নিজে অগণতান্ত্রিক তাই দেশের এমন পরিণতি। নেতৃবৃন্দ সরকারকে অগণতান্ত্রিক পথ পরিহার করে গণতান্ত্রিক পথে আসার আহ্বান জানন। পাশাপাশি বিচার বহির্ভুত হত্যাকান্ড বন্ধ এবং সিনহা ও যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক তসলিম উর রহমান, ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা কমিটির নেতা জিল্লুর রহমান ভিটু, জেলা সিপিবির সভাপতি অ্যাড. আবুল হোসেন প্রমুখ।