মশিয়ালীতে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালীতে অনন্যা চৌধুরী হীরা (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী এম কে আই জিসানকে আটক করেছে পুলিশ। একাধিক সূত্র জানায়, ফুলতলার দামোদার এলাকার আমির হোসেনের মেয়ে অনন্যা চৌধুরী হীরার সাথে মশিয়ালী গ্রামের মৃত নুরুল হকের ছেলে জিসানের প্রায় ৯ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী জিসান বিভিন্ন অজুহাতে স্ত্রী হীরাকে অমানুষিক নির্যাতন করতেন। এ ঘটনায় খানজাহান আলী থানায় একাধিকবার জিডি ও অভিযোগ করা হয়েছে বলে জানান হীরার পিতা আমির হোসেন চৌধুরী। কিন্তু হীরা তার ছোট দুই সন্তান মরিয়ম (১০) ও তামিম মোহাম্মাদ ( ৫) এর ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামীর নির্যাতন মেনে নিয়ে সংসার করছিলেন। হীরার ভাইয়ের স্ত্রী মিম জানান, গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে হীরার মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলে কেউ রিসিভ করেননি। সকালে আবার ফোন দিলে হীরার স্বামী রিসিভ করে বলেন ‘হীরা বাড়িতে নেই, কোথায় গেছে জানিনা।’ এ কথা বলার পর পাশে থাকা হীরার ছেলে তামিম বলে ওঠে ‘মা তো মারা গেছে।’ মোবাইলে একথা শোনার পর শ^শুরসহ পরিবারের সবাই মশিয়ালী গ্রামে হীরার শ^শুর বাড়িতে গিয়ে দেখেন তার স্বামী ঘরে রয়েছে। তারা পাশের ঘরে গিয়ে দেখতে পান ঘরের আড়ার সাথে হীরার গলায় ওড়না পেচানো লাশ ঝুলানো রয়েছে। সাথে সাথে থানা পুলিশকে খবর দিলে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং স্বামী জিসানকে আটক করে। অভিযোগ উঠেছে, হীরাকে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য তার লাশ ঝুলিয়ে রাখা হয়। খানজাহান আলী থানা পুলিশের ওসি মো. কবির হোসেন বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, হীরার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।