বাফুফের নির্বাচন ২০২০নির্বাচনী তফসিল ঘোষণা ৩ সেপ্টেম্বর

0

লোকসমাজ ডেস্ক॥ পূর্বনির্ধারিত তারিখ ২০ এপ্রিলে বাফুফের নির্বাচন হতে দেয়নি করোনাভাইরাস। নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ হয়েছে আগামী ৩ অক্টোবর। ১৩৯ জন ভোটার আগামী চার বছরের জন্য নতুন কমিটি নির্বাচন করবে। নির্বাচন কমিশন আগামী ৩ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সভায় সভাপতিত্ব করেছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন। নির্বাচন কমিশনের সভা শেষে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন,‘আগামী ৩ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে এক মাস আগেই নির্বাচনী তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা এবং প্রার্থীদের আচরণবিধিসহ অন্যান্য বিষয় নিয়েও অলোচনা করেছে নির্বাচন কমিশন।’ নির্বাচন নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সবুজ সংকেত পেয়েছে বাফুফে। আবু নাইম বলেছেন,‘এএফসি আমাদের নির্বাচনে প্রতিনিধি পাঠাতে পারে। ফ্লাইট জটিলতার কারণে ঢাকায় আসতে না পারলে এএফসি নির্বাচন পর্যবেক্ষণ করবে অনলাইনে। নির্বাচনকে সামনে রেখে শুভকামনা জানিয়েছে তারা। তবে ফিফা থেকে কোনও নির্দেশনা এখনও আসেনি।’