পাল্টে যেতে পারে ইংল্যান্ড-পাকিস্তান তৃতীয় টেস্টের শুরুর সময়

0

লোকসমাজ ডেস্ক॥ সাউদাম্পটনের দ্বিতীয় টেস্টে হয়েছে মোটে ১৩৪.৩ ওভার। ১৯৮৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে কম বোলিং হওয়া টেস্টের ‘ট্যাগ’ বসে গেছে ম্যাচের পাশে। বৃষ্টি ও আলোর স্বল্পতায় পাঁচ দিনে খেলা হয়েছে মাত্র দেড় দিন! সিরিজের তৃতীয় ও শেষ টেস্টও সাউদাম্পটনে, তাই আবহাওয়ার বিষয়টি বেশ ভালোভাবেই আমলে নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আর সে কারণেই ইংল্যান্ড-পাকিস্তানের শেষ টেস্টের শুরু সময় পাল্টানোর বিষয়টি বিবেচনা করছে তারা। আগের দিন যদি বৃষ্টির বাগড়া থাকে কিংবা আলো স্বল্পতায় খেলা আগেভাগে শেষ হয়ে যায়, সেক্ষেত্রে পরের দিন নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে খেলা শুরুর করার চিন্তা-ভাবনা ইসিবির। সূচি অনুযায়ী, রোজ বোলের তৃতীয় টেস্ট শুরুর সময় ব্রিটিশ টাইম সকাল ১১টায়। তবে যদি প্রয়োজন পড়ে তাহলে শুরুর সময় সাড়ে ১০টা করার আলোচনা চলছে। বৃষ্টি ও আলোর স্বল্পতায় সাউদাম্পটনের দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার পর সমালোচনা হয়েছে খুব। এজন্য ইসিবি তৃতীয় টেস্ট শুরুর আগে দিনের খেলা শুরুর সময় পাল্টানোর চিন্তা-ভাবনা করছে। যেহেতু করোনাভাইরাসের কারণে খেলা ফাঁকা স্টেডিয়ামে হচ্ছে এবং দর্শকদের মাঠে আসার বিষয় নেই, তাই সময় পাল্টালেও কোনও অসুবিধা দেখছে না সিরিজ আয়োজকরা।
দ্বিতীয় টেস্টে শেষ করা গিয়েছিল দুই ইনিংস। তবুও সেটা হয়েছে ইংল্যান্ড ৪ উইকেটে ১১০ রানে তাদের প্রথম ইনিংস ঘোষণা করায়। এরপর পাকিস্তান ব্যাটিংয়ে না নামলে ড্র মেনে নেন দুই অধিনায়ক। আবহাওয়ার কারণে ঠিকমতো খেলতে না পারায় বাইরে যেমন সমালোচনা হয়েছে, তেমনি হতাশা প্রকাশ করেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। লাল বলের উজ্বলতা বাড়ানোর পরামর্শ তার। একই সঙ্গে ম্যাচ শুরুর সময় এগিয়ে নেওয়ার ও ফ্লাডলাইটের উন্নতির দাবি তুলেছেন রুট। ইংলিশ অধিনায়কের বক্তব্য, ‘এই বিষয়গুলোর ওপর সত্যিই ভালোভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।’ সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন এই ব্যাপারে আইসিসির পদক্ষেপ প্রত্যাশা করছেন। বিবিসিকে তিনি বলেছেন, ‘এটা মোটেও ভালো বিষয় নয়, যখন কিনা টেস্ট ম্যাচে প্রচুর অর্থ খরচ করা হয়। এর সঙ্গে জড়িত প্রত্যেকের জন্য বিষয়টি বিরক্তিকর। এখানে যা হচ্ছে, আইসিসির উচিত সেটাতে নজর দেওয়া।’ তিন ম্যাচের সিরিজের প্রথমটি ৩ উইকেটে জিতে ১-০তে এগিয়ে আছে ইংল্যান্ড। শেষ ম্যাচটি পাকিস্তানের সিরিজ বাঁচানোর।