ফিরলেন ফারিণ

0

লোকসমাজ ডেস্ক॥ চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গেল ঈদে তার অভিনীত বেশকিছু নাটক দর্শকের মধ্যে সাড়া ফেলে। এই নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। ফারিণের ভাষ্য, গেল কোরবানির ঈদটা আমার অন্যরকম কেটেছে। আগে আমার অভিনীত বেশক’টি নাটক ভিউর দিকে এগিয়ে ছিল। কিন্তু এবার শুধু ভিউ নয়, নাটকের গল্প ও চরিত্রের জন্যও সাড়া পেয়েছি। ঈদের জন্য দশটি নাটকে অভিনয় করেছি। কাজ শুরু করার আগেই সিদ্ধান্ত নিয়ে ছিলাম কাজের সংখ্যা কম রাখবো।
কিন্তু গল্প ও চরিত্রের দিকে জোর দেবো। সেভাবেই সব নাটক করেছি। আশানুরূপ প্রশংসাও পেয়েছি। সঞ্জয় সমাদ্দারের ‘যে শহরে টাকা উড়ে, মিজানুর রহমান আরিয়ানের ‘জানবে না কোনোদিন’, ‘শহর ছেড়ে পরানপুর’ ও কাজল আরেফিন অমির ‘মাস্ক’ নাটকের জন্য এই অভিনেত্রী বেশ সাড়া পান। এদিকে ঈদের ছুটি শেষে গতকাল ক্যামেরার সামনে দাঁড়ালেন ফারিণ। নির্মাতা অঞ্জন আইচের ‘মিস্টার এন্ড মিসেস যন্ত্রণা’- শিরোনামের নাটকের শুটিং শুরু করেছেন। এতে তিনি জুটি বেঁধেছেন ইরফান সাজ্জাদের বিপরীতে। ফারিণ বলেন, গতকাল শুটিং শুরু করেছি। এই মাসে আরো একটি নাটকের শুটিং করবো। ঈদের আগের মতোই শুটিং করার টার্গেট করছি। নিয়মিত কোনো শুটিং করবো না। রিস্ক নিতে চাই না। নিজেকে ঠিক রেখেই কাজগুলো এগিয়ে নিয়ে যাবো। করোনাকালীন এই সময়ে শুটিং করার অভিজ্ঞতা হয়েছে প্রায় সব শিল্পীর। এই সময়ের শুটিং নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন? উত্তরে ফারিণ বলেন, আমাদের খুব সতর্ক থেকেই কাজ করতে হবে। এর বিকল্প নেই। শুটিং স্পটের কলাকুশলীদের সবাইকে নিজে থেকেই সচেতন থাকতে হবে। এই অভিনেত্রী তার ক্যারিয়ার ও নিজের নাটক নিয়েও কথা বলেন। তিনি বলেন, নিজের নাটক দেখলে অনেক অসঙ্গতি চোখে পড়ে। তখন মনে মনে বলি, আর একটু ভালো করতে পারতাম। ক্যারিয়ারে এমন কিছু চরিত্রে কাজ করতে চাই যেগুলোর মাধ্যমে আমাকে দর্শক মনে রাখবে।