নতুন গুঞ্জন

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা মহামারির ভেতরও ভারতের চলচ্চিত্র অঙ্গনের বেশ ক’জন তারকার বিয়ে ও বাগদান নিয়ে গুঞ্জন থেমে নেই। নতুন গুঞ্জন হলো, চুপিসারে বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী কাজল আগরওয়াল। চলচ্চিত্রপাড়ায় জোরালো গুঞ্জন, বিলিয়নিয়ার ব্যবসায়ী গৌতমের সঙ্গে গোপনে আংটিবদল করেছেন কাজল আগরওয়াল। গুঞ্জন রয়েছে, ইন্ডাস্ট্রিতে কাজলের ঘনিষ্ঠ বন্ধু বেলামকোন্ডা সাই শ্রীনিবাস ওই আয়োজনে উপস্থিত ছিলেন। আর লকডাউন শেষ হলেই বিয়ের পিঁড়িতে বসবেন কাজল-গৌতম। যদিও অভিনেত্রীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে অভিনেত্রীর একটি সূত্র এ খবর উড়িয়ে দিয়েছে। বেশ কিছুদিন কাজল আগরওয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নন।
তাই অভিনেত্রীর বাগদান নিয়ে গুঞ্জন চরমে উঠেছে। বলা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন কাজল। লক্ষ্মী মাচটুর শোতে কাজল বলেছিলেন, ২০২০ সালে বিয়ের পরিকল্পনা করছেন। আর তা হতে পারে পারিবারিকভাবে। কাজল আরো বলেছিলেন, তিনি এমন কাউকে স্বামী হিসেবে চান, যিনি যত্নবান ও আধ্যাত্মিকতায় উদ্ভাসিত। কয়েক বছর ধরে তেলেগু ইন্ডাস্ট্রির রানা দাগ্গুবতি ও প্রভাসসহ অনেকের নাম তার পাশে উচ্চারিত হয়েছে। তবে পরে সেসব গুঞ্জন ধোপে টেকেনি। এদিকে আগামীতে কাজল আগরওয়ালকে ‘ইন্ডিয়া টু’ ছবিতে দেখা যাবে। তার সর্বশেষ ছবি ‘কোমালি’ বাণিজ্যিকভাবে সফল, চিত্রসমালোচকদেরও প্রশংসা পেয়েছেন। তিনি বারবার বলেছেন, এমন কেউ তার জীবনসঙ্গী হবেন, যিনি চলচ্চিত্র অঙ্গনের বাইরের।