সাড়ে ৮ হাজার টাকার ফোনে ট্রিপল ক্যামেরাসহ দুর্দান্ত সব ফিচার

    0

    লোকসমাজ ডেস্ক॥ ফোনের দাম ৮ হাজার ৪৯৯ টাকা। কিন্তু এতে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম ও ট্রিপল ক্যামেরাসহ দুর্দান্ত সব ফিচার রয়েছে। এ বাজেটে অসংখ্য ফিচারসমৃদ্ধ ফোন বাজারে এনে বেশ সাড়া জাগিয়েছে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন। ডিভাইসটির নাম দেয়া হয়েছে ‘প্রিমো এইচনাইন প্রো’।
    ওয়ালটনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোনটির রেগুলার মূল্য ৯ হাজার ৪৯৯ টাকা। কিন্তু প্রি-বুকে এক হাজার টাকা ছাড় দেয়া হচ্ছে। ফলে এর দাম পড়ছে মাত্র ৮ হাজার ৪৯৯ টাকা। ক্রেতারা ঘরে বসেই অনলাইনের ই-প্লাজা থেকে ফোনটির প্রি-বুক দিতে পারছেন।
    স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৬.১ ইঞ্চির ইন-সেল এইচডি প্লাস ১৯: ৯ রেশিওর ইউ-নচ আইপিএস ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ১৫৬০ বাই ৭২০ পিক্সেল। রয়েছে ২.৫ডি কার্ভড গ্লাস। ফলে, বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিং হবে আরো প্রাণবন্ত।
    এই স্মার্টফোনের পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ট্রিপল অটোফোকাস ক্যামেরা। দুর্দান্ত সেলফির জন্য ডিভাইসটির সামনে আছে এফ ২.২ অ্যাপারচার সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। উভয় পাশের ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। ক্যামেরায় নরমাল মোড ছাড়াও রয়েছে বোকেহ, বিউটি, কিউট মোড, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমারসহ আকর্ষণীয় সব ফিচার।
    ডিভাইসটির ব্যাটারি নিয়েও চিন্তা নেই, এতে ব্যবহৃত হয়েছে চার হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। ভিওএলটিই বা ভোল্টি নেটওয়ার্ক সাপোর্টসহ ডুয়াল সিমের ফোর–জি স্মার্টফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডার্ক মোড, ফুল স্ক্রিন জেসচার নেভিগেশন, স্মার্ট ওয়েকআপ, মোশন জেসচার, কাস্ট স্ক্রিন, ওয়াই-ফাই, ব্লুটুথ, ল্যান হটস্পট, ওটিএ, ওটিজি, ফুল এইচডি ভিডিও প্লেব্যাক, রেকর্ডিংসহ এফএম রেডিও।
    ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, আমাদের লক্ষ্য দেশীয় ক্রেতাদের হাতে সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারের ফোন তুলে দেয়া। যার ফলে ‘প্রিমো এইচনাইন প্রো’ বাজারে ছাড়া হয়েছে। কনফিগারেশনের দিক থেকে এটি মিড লেভেলের ফোন হলেও দামের দিক থেকে এন্ট্রি লেভেলের ফোনগুলোর চেয়েও অনেক সাশ্রয়ী।