চোর উৎপাতে ঘুম নষ্ট শার্শায়

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শার উলাশীতে প্রায় প্রতিদিনই ঘটছে চুরির ঘটনা। চোরের উৎপাতে উলাশী বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের ঘুম হারাম হয়ে গেছে। একদিনের ব্যবধানে গত রোববার রাতে উলাশী বাজারে আবারও ৪টি দোকানে চুরি হয়েছে। উলাশী বাজারের আড়তদার সিরাজুল ইসলাম খোকা জানান, রোববার গভীর রাতে তার আড়তে চোরেরা হানা দেয় এবং ক্যাশ বাক্স থেকে দুই লাখ টাকা নিয়ে যায়। একইভাবে উলাশী বাজারের ব্যবসায়ী মো. মহসিনের দোকানে চোরেরা ঢুকে ক্যাশ বাক্স ভেঙে সাড়ে ২২ হাজার টাকা ও দুটি গ্যাসের চুলা নিয়ে গেছে। একই রাতে মো. শাওনের দোকানের সাটার ভেঙে সাড়ে ৬ হাজার টাকা ও সিগারেট নিয়ে গেছে চোরেরা। এ ছাড়া চোরেরা উলাশী বাজারের আব্দুল খালেকের দোকান থেকেও মালামাল চুরি করেছে। চুরির ঘটনা শুনে শার্শা থানা পুলিশের ওসি (তদন্ত) তারিকুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উলাশী বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন পিপুল ও সাধারণ সম্পাদক আলমগীর কবির জানান, চুরির বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও শার্শা থানা পুলিশকে অবহিত করা হয়। এ বিষয়ে মিটিং ডাকা হয়েছে। উল্লেখ্য, গত ১১ আগস্ট রাতে উলাশীর গিলাপোল মোড়ে এক রাতে ৭টি দোকানে চুরি হয়েছে। এছাড়া ১৬ আগস্ট রাতে শার্শার উলাশী বাজারে দু’টি আড়তে ও সম্বন্ধকাঠি গ্রামের ৪ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।