দেশে একদিনে মৃত্যু ৩৭, শনাক্ত ২৫৯৫

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২ হাজার ৫২৩টি নমুনা পরীা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৫৯৫ জনের শরীরে। দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৯৪ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৬৪১ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৫৯১ জন। দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চব্বিশ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের ২৮ জন পুরুষ জন এবং ৯ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২০, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে তিনজন, খুলনায় ছয়জন, বরিশালে একজন এবং রংপুরে তিনজন। হাসপাতালে মৃত্যু হয়েছে ৩১ জনের; ছয়জনের মৃত্যু হয়েছে বাড়িতে। বয়স বিশ্লেষণে দেখা যায়, চব্বিশ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৮ জন ষাটোর্ধ্ব, ৫১-৬০ বছরের মধ্যে রয়েছে আটজন, ৪১-৫০ বছরের মধ্যে আটজন, ৩১-৪০ বছরের মধ্যে রয়েছেন তিনজন।