কলারোয়ায় নারী শিশু পাচার রোধে কর্মশালা

0

কলারোয়া (সাতীরা) সংবাদদাতা ॥ কলারোয়ায় শিশু পাচার প্রতিরোধ, সুরক্ষা, নারী ও শিশুবান্ধব সংবাদ পরিবেশনায় উপজেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইনসিডিন বাংলাদেশ’ এর আয়োজনে সাংবাদিকদের করণীয় ও ভূমিকা নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তা। উপস্থিত ছিলেন, কলারোয়া প্রেস কাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, সাংবাদিক সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ প্রমুখ। এ অনুষ্ঠানে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে নারী-শিশু পাচারের কুফল ও প্রতিরোধে করণীয় নিয়ে জনসচেতনতা বৃদ্ধির ল্েয গুরুত্বারোপ করা হয়।