যশোরে আরও ৮ জন করোনায় আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গতকাল নতুন করে আরো ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪শ’ ১৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ জনের। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরক্ষিা কয়েকদিন বন্ধ থাকার পর গতকাল থেকে নতুন পিসিআর মেশিনে পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়েছে।
যশোর সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ রেহনেওয়াজ জানিয়েছেন গতকাল যশোরের কেশবপুরে ১ জন ও ঝিকরগাছায় ৭ জন মিলে মোট ৮ জন কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন। কেশবপুরের মজিদপুরের শিবু ঘোষ (৭৫) করোনায় আক্রান্ত হয়েছেন। তার ছেলে খুলনা গাজী মেডিকেলের চিকিৎসক ডাঃ মোহন ঘোষ। তার কাছে চিকিৎসা নিয়ে এখন বাসায় অবস্থান করছেন। স্বজনরা জানিয়েছেন, শিবু ঘোষ সমাজকল্যাণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। অসুস্থ হয়ে গত ১১ আগস্ট গাজী মেডিকেলে তিনি ভর্তি হন এবং ১৩ আগস্ট ছাড়পত্র নেন। ১২ আগস্ট খুলনা ২৫০ শয্যা হাসপাতালে করোনা সন্দেহে তিনি নমুনা দেন। এর এক সপ্তাহের মাথায় পরীক্ষার রিপোর্টে আক্রান্ত হন শিবু ঘোষ। এদিন ১৯টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে যশোরে। ওই রিপোর্টের ভেতর যে ৮ জন আক্রান্ত হয়েছেন শিবু ঘোষ তাদের একজন। আক্রান্ত অপর ৭ জন হচ্ছেন-ঝিকরগাছার মোঃ বাবুল ইসলাম (৫২), সাজ্জাদুল আসেকিন অপূর্ব (১৮), শামীমা নাসরিন (২৭), মোঃ শুকুর আলী (৪৯), মোঃ নেফাউর রহমান (২৮), মোঃ নাজমুল হাসান ও ডোরা এলাকার হাসিনা বেগম। গতকাল ১শ’ ৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়েছে। এসব নমুনা নতুন পিসিআর মেশিনে পরীক্ষা করার কাজ শুরু হয়েছে। গত ১৬ আগস্ট মেশিনটি স্থাপন করা হয়।