যশোরে গৃহবধূকে মারধরের অভিযোগে দেবর ও শ্বশুরের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়ার লিলিমা খান নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগে তার শ্বশুর ও দুই দেবরের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ সোমবার এ মামলা করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন গৃহবধূর অভিযোগ আমলে নিয়ে সেটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতয়ালি থানার পুলিশকে আদেশ দিয়েছেন। অভিযুক্তরা হচ্ছেন, বসুন্দিয়া খানপাড়ার মজিদ খান এবং তার দুই ছেলে আনিস খান ও মফিজ খান
বসুন্দিয়া খানপাড়ার মানিক খানের স্ত্রী লিলিমা খানের অভিযোগ, আসামিদের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ বাধে। এর জের ধরে স্বামী ও সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চালান আসামিরা। সর্বশেষ গত ২৭ জুলাই আসামিরা তার (বাদী) ঘরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে লোহার রড দিয়ে তাকে মারধর করা হয়।