প্রধানমন্ত্রীসহ আ.লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে কটাক্ষ করায় যুবলীগ নেতার নামে মামলা

0

পাইকগাছা (খুলন) সংবাদদাতা ॥ মাননীয় প্রধানমন্ত্রী, খুলনা-৬ সাবেক দু’সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে কটাক্ষমুলক ও ঔদ্ধত্যপূর্ণ কথা বলায় যুবলীগ নেতার বিরুদ্ধে পাইকগাছা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। এ ব্যাপারে উপজেলা আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ তীব্র নিন্দা জানিয়ে তার বহিস্কারাদেশ দ্রুত কার্যকর করার দাবী জানিয়েছে।
খুলনার পাইকগাছা উপজেলা যুবলীগ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য এম এম আজিজুল হাকিমের সাথে মুটোফোনে চাঁঁঁঁঁঁঁঁঁঁদখালী ইউনিয়নের আ’লীগ সভাপতি আলহজ্ব মুনছুর গাজীর কথোপকথন হয়। আজিজুল বর্তমান সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ডান হাত হিসেবে পরিচিত। গত ৮ আগস্ট যুবলীগ নেতা আজিজুল হাকিম ও আওয়ামীগ নেতা মুনছুর আলী গাজীকে মোবাইলে কথোপকথনের এক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ’লীগ নেতৃবৃন্দকে কটাক্ষ করে ঔদ্ধত্যপূর্ণ কথা বলে। এ কারণে ক্ষুব্ধ হয়ে উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সুকুমার চন্দ্র ঢালী বাদী হয়ে উপজেলা সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর ৩০৬/২০২০নং মামলা দায়ের করেছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি, পাইকগাছাকে তদন্তপূর্বক ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এদিকে, উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী ও নেতৃবৃন্দ সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ ও মানহানীকর কথা বলায় তার বিরুদ্ধে পৃথক পৃথক জরুরী সভায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে।