প্রার্থী মনোনয়নে ডেমোক্রেটদের ডিজিটাল কনভেনশন

0

লোকসমাজ ডেস্ক॥ এবার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে দলীয় কনভেনশন শুরু হচ্ছে আজ ১৭ই আগস্ট থেকে ২০ শে আগস্ট পর্যন্ত। কিন্তু অন্যবারের মতো না হয়ে এবার পুরোপুরি ব্যতিক্রমী কনভেনশন হচ্ছে। একে বলা হচ্ছে ডিজিটাল কনভেনশন। অর্থাৎ ডিজিটাল পোর্টালেই হবে কনভেনশনের বেশির ভাগ কাজ। উইসকনসিনের মিলওয়াউকিতে কনভেনশন সেন্টারে উপস্থিত থাকছেন শুধু অত্যাবশ্যক এমন কিছু স্টাফ। উইসকনসিন একটি গুরুত্বপূর্ণ সুইং স্টেট। এখানকার ভোটের ওপর অনেক কিছু নির্ভর করে। তাই এই রাজ্যটিকে বেছে নেয়া হয়েছিল কনভেনশনের জন্য।
এ জন্য লাখ লাখ ডলার খরচও করা হয়েছে প্রস্তুতিপর্বে। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেই আগের ধরনের কনভেনশন হচ্ছে না। এই কনভেনশনে দলীয় প্রায় ৪৮০০ ডেলিগেট আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে তাদের প্রার্থী মনোনীত করে। দলীয় নীতি কি হবে তা নির্ধারণ করে। ধারাবাহিক বক্তব্য দেয়া হয়। তবে এবার এতে হাতেগোনা কিছু ব্যক্তি উপস্থিত হয়ে বক্তব্য রাখছেন। তা সারাদেশে প্রচার করা হচ্ছে। এসব বক্তব্যের অর্ধেকের মতো থাকবে আগে থেকে রেকর্ড করা। তা প্রতি রাতে দুই ঘন্টা করে প্রচার করা হবে। এর মধ্যে থাকবেন ডেমোক্রেট দলের সাবেক প্রেসিডেন্টরা, বেশ কিছু উচ্চ পর্যায়ের সিনেটর, যারা কয়েক মাস ধরে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য জো বাইডেনকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এ ছাড়া বক্তব্য রাখবেন দলীয় খুব বেশি সম্মানিত কর্মকর্তা ও উদীয়মান তারকারা। থাকবেন রিপাবলিককান দলের সাবেক একজন গভর্নর ও প্রেসিডেন্ট পদের প্রার্থী। তিনি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক। আয়োজকরা বলেছেন, রিপাবলিকান দলের আরো কমপক্ষে একজন প্রথম সারির নেতা এতে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সঙ্গীত জগতের অনেকে উপস্থিত থাকবেন। তার মধ্যে রয়েছেন জন লিজেন্ড, কমন, বিলি ইলিশ এবং চিকস প্রমুখ। জো বাইডেন শুক্রবার ঘোষণা করেছেন যে, মোট ৫০টি রাজ্যে অনলাইনে অনুষ্ঠান দেখা যাবে। এতে থাকবে নির্বাচিত প্রতিনিধি ছাড়াও অভিনেত্রী অ্যালিসা মিলানোর মতো সেলিব্রেটি। উপস্থিত থাকবেন ডেমোক্রেট দলের সাবেক প্রেসিডেন্ট পদে প্রার্থী পিটি বুটিগিগ এবং ডেমোক্রেট সাবেক উপদেষ্টা ভ্যালেরি জ্যারেট।