আফগান নারী অধিকারকর্মী ফওজিয়া কুফি গুলিবিদ্ধ

0

লোকসমাজ ডেস্ক॥ তালেবানের সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী আফগান প্রতিনিধি দলের নারী সদস্য ফাউজিয়া কুফি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) তাকে গুলি করে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। ওই হামলার ঘটনায় প্রাণে বেঁচে গেলেও ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন ফাউজিয়া। তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনার প্রস্তুতি চলার মধ্যেই এ হামলা হলো। তবে সংগঠনটি দাবি করেছে তারা হামলা চালায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ৪৫ বছর বয়সী ফাউজিয়া কুফি একজন প্রাক্তন সংসদ সদস্য এবং প্রখ্যাত নারী অধিকারকর্মী। শুক্রবার সন্ধ্যায় পার্শ্ববর্তী পারওয়ান প্রদেশ থেকে ফাওজিয়া যখন কাবুলে ফিরছিলেন তখন অজ্ঞাত বন্দুকধারীরা রাজধানীর কাছে একটি বাজার এলাকায় তার গাড়ির ওপর হামলা করে। এতে গুলিবিদ্ধ হন ফাওজিয়া।
তালেবানের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের রাজনৈতিক নিষ্পত্তির জন্য গঠিত ২১ সদস্যবিশিষ্ট জাতীয় টিমের প্রধান মোহাম্মদ মাসুম স্তানেকজাই টুইট করে জানিয়েছেন, কুফি সামান্য আহত হয়েছেন, তবে তিনি ভালই আছেন। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই ঘটনাকে ভীরুর কাজ বলে অভিহিত করেছেন। এ বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় সম্মতি জানায় তালেবান। দুই পক্ষের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, আফগান সরকারকে ৫ হাজার বন্দি তালেবানের মুক্তি নিশ্চিত করতে হবে। ১৩ আগস্ট থেকে সর্বশেষ ৪০০ তালেবান সদস্যকে মুক্তি প্রদানের প্রক্রিয়া শুরু করেছে সরকার। সবাইকে মুক্তি দেওয়ার পর কাতারে শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে। আর এর মধ্যেই এ হামলা হলো।