চারদিনে একটি ইনিংস, সাউদাম্পটনে বৃষ্টি-রাজ

0

লোকসমাজ ডেস্ক॥ চারটি দিন পেরিয়ে গেছে। শেষ হয়েছে একটি মাত্র ইনিংস। সাউদাম্পটনে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টটিকে কোনও দৈবশক্তিও মনে হয় ড্র হওয়ার হাত থেকে বাঁচাতে পারছে না। সোমবার টেস্টের পঞ্চম ও শেষ দিনটিতে তাহলে কী উদ্দেশে খেলতে নামবে দুই দল? খেলতে নামবে মনস্তাত্বিক সুবিধা আদায় করতে। ২১ আগস্ট থেকে এই এজিয়্যাস বোলেই তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি দুই দল। স্বাগতিক ইংল্যান্ডের সিরিজ হারের কোনও শঙ্কা নেই। ওল্ড ট্রাফোর্ডে প্রথম টেস্টটি নাটকীয়ভাবে ৩ উইকেটে জিতে নিয়ে সিরিজটাকে বরং ২-০ করারই সুযোগ তাদের সামনে। আর পাকিস্তান বড় জোর এজিয়্যাস বোলে জিতে সিরিজটা ১- ১ করতে পারে। টস জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তান এই টেস্টে দুশোর নিচে অলআউট হয়ে যেতে পারতো। তিনদিন ধরেই থেকে থেকে বৃষ্টি, মেঘাচ্ছন্ন পরিবেশ- কিন্তু দুর্দান্ত ব্যাট করলেন পাকিস্তানের লেজের দিকের ব্যাটসম্যানরা। বিশেষ করে সাতে নামা উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। চতুর্থদিনের সকালে শেষ ব্যাটসম্যান হিসেবে স্টুয়ার্ট ব্রডের শিকার হওয়ার আগে করেছেন ইনিংস সর্বোচ্চ ৭২ রান। যা তার আট টেস্টের ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি এবং দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। এর আগে ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ৯৫ রান।
তৃতীয়দিনে পিচে একটিও বল পড়তে দেয়নি বৃষ্টি। এর আগে দ্বিতীয় দিনের শেষে পাকিস্তান দাঁড়িয়ে ছিল ৯ উইকেটে ২২৩ রানে। ৬০ রান নিয়ে ব্যাট করছিলেন রিজওয়ান, নাসিম শাহ ১ রানে। গতকাল সকালে আরও ১২ রান যোগ করে ব্রডের বলে জ্যাক ক্রলিকে ক্যাচ দিয়েছেন রিজওয়ান। চারদিন ধরে ব্যাট করে ৯১.২ ওভারে পাকিস্তান অলআউট ২৩৬ রানে। রিজওয়ান ছাড়া পাকিস্তান ইনিংসে রান করেছেন ওপেনার আবিদ আলী (৬০) ও বাবর আজম (৪৭)। থমথমে মেঘাচ্ছন্ন আকাশের নিচে ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংস শুরু করেই পড়ে বিপদে। ইনিংসের চতুর্থ বলেই বাঁহাতি পেসার শাহীন আফ্রিদির বলে আসাদ শফিকের হাতে ক্যাচ হয়ে ফেরেন ররি বার্নস। ব্যাটসম্যান ও দলের নামের পাশে তখন কোনও রান জমা পড়েনি। পাঁচ ওভারে ১ উইকেটে ৭ রান উঠতেই আবার বৃষ্টি। আর খেলাই হয়নি। অর্থাৎ চতুর্থদিনে খেলা হতে পারলো মাত্র ১০.২ ওভার। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি আছে সোমবারও, দেখা যাক খেলা হতে পারে কতটুকু। আর তাতে ইংল্যান্ড মনস্তাত্বিক সুবিধা আদায় করে ব্যাটিংয়ে, না পাকিস্তান আদায় করে বোলিংয়ে!