আপত্তি নেই রিয়ার

0

লোকসমাজ ডেস্ক॥ সুশান্তের মৃত্যুর তদন্ত সিবিআই করলে কোনও আপত্তি নেই বলে সুপ্রিম কোর্টে জানালেন প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। তবে একই সঙ্গে সুপ্রিম কোর্টে জমা দেয়া অভিযোগপত্রে রিয়া দাবি করেছেন, বিহার সরকারের সিবিআই তদন্তের সুপারিশ করার কোনও এখতিয়ার ছিল না। সুশান্তের আত্মহত্যার প্রায় দেড় মাস পরে, ২৫ জুলাই পটনা পুলিশের কাছে এফআইআর দায়ের করেছিলেন সুশান্তের বাবা কৃষ্ণকিশোর সিংহ। এফআইআরে তিনি রিয়াসহ ৬ জনের বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা ও তার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছিলেন। বিহার পুলিশের তদন্ত শুরু করার দিন দশেকের মধ্যে নীতীশ কুমার সরকার সিবিআই তদন্তের সুপারিশ করে এবং কেন্দ্রীয় সরকার সেই সুপারিশ মেনেও নেয়। তবে সিবিআইয়ের কাছে তদন্তভার যাওয়ার আগে রিয়া সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন, যেন বিহার পুলিশের কাছে করা এফআইআর মুম্বই পুলিশের কাছে পাঠিয়ে দেয়া হয়। তার যুক্তি ছিল, সুশান্তের মৃত্যুর পর থেকে মুম্বই পুলিশই তদন্ত চালিয়ে আসছে। তাই সমান্তরাল ভাবে বিহার পুলিশের আর তদন্ত চালানোর দরকার নেই।