রাজনীতিতে আসার ইচ্ছে নেই কঙ্গনার

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে টুইটারে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে পোস্ট করায় বেশ সমালোচনার মুখে পড়েন বলিউড তারকা কঙ্গনা রানাউত। ওই পোস্টে নেটিজেনরা ভেবেছেন অভিনেত্রী বিজেপিতে যোগ দিতেই মোদিকে প্রশংসায় ভাসিয়েছেন। টুইটারে নায়িকাকে নিয়ে সে কারণে ট্রোলও কম হয়নি। তাই সবার ভুল ভাঙাতে আরেক পোস্টে কঙ্গনা জানান, রাজনীতিতে আসার কোনো ইচ্ছা নেই তার। কুইন খ্যাত নায়িকার রাজনৈতিক পরিবারেই জন্ম। কঙ্গনা বলেন, সকলে ভাবতে শুরু করেছেন আমি মোদীজিকে প্রশংসা করি বিজেপিতে যোগ দেয়ার জন্য। আমার বাড়ি কংগ্রেসের বাড়ি। আমার দাদু সারা জীবন কংগ্রেস করেছেন। ‘গ্যাংস্টার’-এর পর থেকে রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব আমার কাছে আসতেই থাকে। ‘মণিকর্ণিকা’ করার পরে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাবও আমি পাই। কিন্তু আমি আমার অভিনয় নিয়েই থাকতে চাই। তাই কোনও ব্যক্তির কাজকে স্বাধীন ভাবে সমর্থন করার অর্থই যে রাজনীতিতে যোগ দেয়া, এই অনর্থক ট্রোলিং এ বার বন্ধ হোক।