যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা গোটাতে ৪৫ দিন সময় বাড়লেন ট্রাম্প

    0

    লোকসমাজ ডেস্ক॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা গোটাতে অথবা বিক্রি করতে অ্যাপটির মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সকে ৪৫ দিন থেকে সময় বাড়িয়ে ৯০ দিন নির্ধারণ করে দিয়েছেন তিনি।আদেশে ট্রাম্প লিখেছেন, ‘এমন অনেক প্রমাণ আছে, যা আমাকে বিশ্বাস করিয়েছে বাইটড্যান্স আমাদের জাতীয় নিরাপত্তা হুমকিতে ফেলার মতো কাজ করতে পারে।’আগের আদেশ অনুযায়ী, ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময় ছিল টিকটকের হাতে। এখন বাইটড্যান্স সময় পাচ্ছে ১২ নভেম্বর পর্যন্ত।
    এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মেনুশেন এক বিবৃতিতে বলেছেন, ‌‘নির্বাহী আদেশটি বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা চলমান রাখতে প্রয়োজনীয় সব সম্পদ ও সম্পত্তির স্বার্থ ও অধিকার বিক্রি করে দিতে বলছে। এমনকি টিকটক বা মিউজিক্যাল ডটএলওয়াই কর্তৃক যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের সংগৃহীত ডেটাও।’
    ট্রাম্প প্রশাসন টিকটকসহ চীনা মালিকানাধীন অন্য কোম্পনিগুলোর বিরুদ্ধে, চীনা সরকারের কাছে তথ্য পাচারের অভিযোগ তুলেছে, যদিও বেইজিং ও টিকটক এ অভিযোগ অস্বীকার করেছে।
    এর আগে মাইক্রোসফটের টিকটক কেনা বাবাদ প্রতিষ্ঠানটির প্রধানের সঙ্গে ফোনালাপে একটা বড় অঙ্ক দাবি করেন ট্রাম্প।