চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত, কালোব্যাজ ধারন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ। শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতে যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন যোগদান করেন।
দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পমাল্য অর্পন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার এনামুল হক পুস্পমাল্য অর্পন করেন। এ সময় সহকারী কমিশনার নারায়ন চন্দ্র পালসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামীগের সভাপতি মুক্তিযোদ্ধা এস. এম হাবিবুর রহমানের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পমাল্য অর্পণ করা হয়। পর্যাক্রমে চৌগাছা থানা, উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, প্রেসক্লাব চৌগাছাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পমাল্য অর্পণ করেন। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে দুপুরে সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে শোক দিবসের নানা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।