পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বাসস্ট্যান্ড জামিআ আরাবিয়া বাসস্ট্যান্ড কওমী মাদরাসায় দোয়া ও মিলাদ মাহফিল, বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, শেখ শাহাদাত হোসেন বাচ্চু, আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, লিপিকা ঢালী, ওসি এজাজ শফী, ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু। পরে যুব ঋণ বিতরণ করা হয়। সকালে উপজেলা আ’লীগ কার্যালয়ে উপজেলা সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা। বক্তব্য রাখেন, সমীরণ সাধু, শেখ কামরুল হাসান টিপু সহ দলীয় নেতৃবৃন্দ। সকালে বঙ্গবন্ধুর মুড়ালে পুস্পমাল্য অর্পন করা হয়। জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালিত হয়। উপজেলা সভাপতি শাহজাহান কবিরের সভাপতিত্বে সংগঠণের কার্যালয়ে বিশেষ অতিথি,আলহাজ্ব শেখ হারুন-অর-রশিদ হিরু। বক্তব্য রাখেন, শেখ জাহিদুল ইসলাম, মোঃ হায়দার আলী, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ ইব্রাহিম, মোঃ হাবিব গোলদার, সমরেশ গোলদার, আরাফাত হোসেন স্বপ্নীল, আছারুল গাজী, ইব্রাহিম শুভ, মাসুদ কবির, হুসাইন কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।