চুকনগরে শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার চুকনগরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছ্ েদিবসটি পালন উপলক্ষে এলাকার সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত ও ব্যবসা প্রতিষ্ঠান সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দুপুর ১২টায় ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আটলিয়া ইউপি চেয়ারম্যান ও আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ প্রতাপ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের নেতা এ্যাডঃ ফরিদ আহম্মেদ, জুবায়ের আহম্মেদ জবা, মনোয়ার হোসেন, মোল্যা কামরুল ইসলাম ও যুবলীগ নেতা জলিল তালুকদার। বক্তব্য রাখেন আওয়াশীলীগ নেতা শেখ আব্দুস সামাদ, মোসলেম উদ্দিন মোড়ল, মাষ্টার জহুরুল ইসলাম, শ্যামল বিশ্বাস, এরশাদ আলী মোড়ল, যুবলীগ নেতা আবু দাউদ মোড়ল, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, মনিরুজ্জামান রাজু, আব্দুল হালিম মুন্না, সিরাজ উদ্দিন, রেশমা বেগম, শিখা বসাক, তানভির হাসান ইস্তি প্রমুখ।
চুকনগর ডিগ্রি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম জুলফিকার আলী জুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাঃ হাফিজ মাহফুজ, অধ্যাঃ মনিরুল ইসলাম ব্রাউন, অধ্যাঃ ডঃ মোঃ সাঈদুর রহমান. অধ্যাঃ আনন্দ সরকার, অধ্যাঃ নিকুঞ্জ বিহারী মন্ডল, অধ্যাঃ সাধনা কর্মকার, প্রভাষক অসিম কুমার ভট্টাচার্য্য, প্রভাষক আব্দুল গফফার মোল্যা, প্রভাষক রুপা বিশ্বাস, প্রভাষক অশোক রায়, প্রভাষক হুমায়ুন কবির, প্রভাষক আবুল কালাম আজাদ প্রমুখ। চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক আব্দুস সামাদ মোড়ল, শ্যামল পাল, বিকাশ পাল, পারভিন বেগম, শিখা বসাক প্রমুখ।