করোনার টিকার আরও ৯ কোটি ডোজ কিনলো যুক্তরাজ্য

0

লোকসমাজ ডেস্ক॥ মহামারি করোনাভাইরাসের একটি টিকাও এখনো সফল হয়নি। তবে সফলতার দ্বারপ্রান্তে রয়েছে কয়েকটি। তেমনই দুটি কোম্পানির কাছ থেকে করোনার টিকার ৯০ মিলিয়ন তথা ৯ কোটি ডোজ নিশ্চিত করে রেখেছে যুক্তরাজ্য। খবর আল জাজিরার। এ নিয়ে যুক্তরাজ্য বিভিন্ন করোনার টিকার ৩৫০ মিলিয়ন ডোজ তথা ৩৫ কোটি ডোজ অর্ডার করে রাখলো। যুক্তরাজ্য যে ৯০ মিলিয়ন ডোজ অর্ডার করেছে তার মধ্যে ৬০ মিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বায়োটেক ফার্ম নোভাভ্যাক্সের। আর বাকি ৩০ মিলিয়ন যুক্তরাষ্ট্রের জনজন অ্যান্ড জনসনের প্রতিষ্ঠান জ্যানসেন ফার্মাসিউটিক্যালসের। গেল সপ্তাহে বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের টিকা বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। সেদিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পুতনিক নামে একটি টিকার উদ্বোধনও করেন। যদিও বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করছে পশ্চিমা দেশগুলোসহ খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এখন দেখার বিষয় সবার সন্দেহের তীরের মোক্ষম জবাব দিয়ে সত্যি সত্যিই কার্যকর করোনার টিকা বাজারে ছাড়তে পারে কিনা রাশিয়া।