করোনা বিষয়ক পোস্ট শেয়ারে সর্তক করবে ফেসবুক

    0

    লোকসমাজ ডেস্ক॥ স্বাধীনতা দিবসের আগে সন্ত্রাসী হামলায় ভারতে ২ পুলিশ নিহত
    ‘১৫ আগস্টের ঘৃণিত হত্যাকাণ্ডের বিচার চাওয়ার সুযোগ ছিল না’পুলিশের দোষী সদস্যের দায় বাহিনী নেবে না
    চলমান করোনা ভাইরাস সম্পর্কিত অসংখ্য ভুয়া তথ্য ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ফলে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
    এ সমস্যা সমাধানে আলাদা নোটিফিকেশন স্ক্রিন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। ব্যবহারকারীকে কোভিড-১৯ ইনফরমেশন সেন্টারে ক্লিক করার সুযোগ দেবে এটি। এছাড়া কনটেন্টটি সাম্প্রতিক ও যথার্থ কি-না তা বোঝাতে সাহায্য করবে এই ফিচার।
    এখন থেকে করোনা নিয়ে কোনো তথ্য বা ছবি শেয়ারের আগে নোটিফিকেশন দেখতে পাবেন ব্যবহারকারীরা। এতে কনটেন্টের সোর্স সম্পর্কে জানতে চাওয়া হবে। সোর্স হিসেবে স্বাস্থ্য বিষয়ক কোনো ওয়েবসাইটের নাম উল্লেখ করলে কনটেন্টের তথ্য যাচাই সহজ হবে। তবে কোনো পোস্ট শেয়ারে বাধা দেবে না ফেসবুক।
    মূলত ভুয়া তথ্য ঠেকাতে প্রথম থেকেই সজাগ ছিল ফেসবুক। এর আগে প্রতিষ্ঠানটি ভুয়া ও ভুল তথ্যের প্রচার ঠেকাতে অ্যান্টি মাস্ক গ্রুপ বন্ধ করে দেয়। এছাড়াও হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার সংক্রান্ত পোস্ট ও ষড়যন্ত্র তত্ত্ব সরিয়েছে ফেসবুক।