ভারতে আমাজনের অনলাইন ফার্মেসি

    0

    লোকসমাজ ডেস্ক॥ ভারতে এবার অনলাইন ফার্মেসি চালু করেছে ই-কমার্স জায়ান্ট আমাজন। তাদের মাধ্যমে অনলাইনে বুক করলেই বাড়িতে পৌঁছে যাবে প্রয়োজন মতো সব ওষুধ।বিবিসি বলছে, শুক্রবার এক বিবৃতির মাধ্যমে আমাজন জানিয়েছে, প্রাথমিকভাবে তারা ভারতের বেঙ্গালুরের লোকজন এই পরিষেবা পাবেন। তবে ধীরে ধীরে পুরো ভারতে এই পরিষেবা চালু করা হবে।এই বিষয়ে আমাজনের মুখপাত্র জানান, এটি বর্তমান সময়ে বিশেষত প্রাসঙ্গিক। কারণ কোভিড-১৯ এর সময়ে গ্রাহকদেরকে ঘরে নিরাপদে থাকার সময়ে প্রযোজন মেটাতে সহায়তা করবে এই পরিষেবা।
    প্রেসক্রিপশনের ওষুধ ছাড়াও মেডিক্যাল সামগ্রী, আয়ুর্বেদিক ওষুধও মিলবে অ্যামাজন ফার্মেসি থেকে। মূলত ওয়ালমার্টের সংস্থা ফ্লিপকার্টের সঙ্গে প্রতিযোগিতা থেকে এই পরিষেবা শুরু করছে অ্যামাজন।
    তা ছাড়া ভারতের বাজারে মুকেশ আম্বানির জিও মার্টের সঙ্গেও লড়তে হবে অ্যামাজনকে।অ্যামাজন অনলাইন ওষুধ ব্যবসার কথা ঘোষণার পর মেডলাইফ, নেটমেডস, ওয়ান এমজি-র মতো সংস্থাগুলো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন অনেকে।
    তাদের ধারণা, অ্যামাজনের মতো দৈত্যের সামনে এই সংস্থাগুলোর টিকে থাকা একপ্রকার মুশকিলই হবে।