রাইটস যশোরে বাল্য বিয়ে বন্ধে সভা অনুষ্ঠিত

0

রাইটস যশোর-এর উদ্যোগে বাল্যবিবাহ ও নারী র্নিযাতন বন্ধে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টাা ফষপল রাইটস যশোর-এর সভাকক্ষে কাউন্টার পার্ট, ইউকে এইড, ইউএসএইড-এর আর্থিক সহায়তায় এবং রুপান্তর’র কারিগরী সহায়তায় ত্রৈমাসিক পরিকল্পনার উদ্দেশ্যকে সামনে রেখে ‘শেয়ারিং মিটিং অ্যামং প্লাটফরম মেম্বারস’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়। যশোর সদর উপজেলার উপজেলা প্লাটফরম কমিটির আহবায়ক বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন রাইটস যশোর’র নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, ডাইরেক্টর প্রোগ্রাম প্রদীপ দত্ত, এসএম আজহারুল ইসলাম,প্রোগ্রাম ম্যানেজার ও প্লাটফরম উপদেষ্টা অ্যাডভোকেট শাহনাজ পারভীন ছন্দা। সভায় বাল্যবিয়ে ও নারী নির্যাতন বন্ধে আগামী তিন মাসের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।