অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে নারীসহ আটক ৭

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ মহেশপুরের শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারীসহ ৭ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হচ্ছেন-গোপালগঞ্জের সদর উপজেলার বড় ডোমরাশুর গ্রামের হরেন বিশ্বাসের স্ত্রী রনু বিশ্বাস (৪০), পুত্র চয়ন বিশ্বাস (২০) ও কন্যা প্রিয়াংশা বিশ্বাস (১৮), প্রিয়াংশা বিশ্বাসের শিশু কন্যা রিমু বিশ্বাস (৩), একই উপজেলার সাতপাড়া গ্রামের অনন্ত বিশ্বাসের কন্যা মিনতি বিশ্বাস (৩০), একই জেলার কাশিয়ানী উপজেলার তিলপাড়া গ্রামের পরিমল রায়ের স্ত্রী নমিতা রায় (৩২) এবং বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী সুমি আক্তার (২৫)।