চৌগাছায় করোনা রোগীর সংখ্যা ছাড়ালো ১শ

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ চৌগাছায় করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত দু দিনে ১০ ব্যক্তির করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১শ ছাড়িয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৪জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চৌগাছায় প্রথম দুজন করোনা রোগী শনাক্ত হয় ২২ এপ্রিল। তারা হলেন, পৌরসভার মডেলস্কুল পাড়ার গোলাম আজম ও পাঁচনামনার গৃহবধূ বিউটি খাতুন। এরপর থেকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। সর্বশেষ এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪।