বাগেরহাটে ব্যবসায়ী হত্যার মূল আসামি আটক

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় মূল আসামি হাসিব সরদার (২২) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলা সদরের থানা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটক হাসিব সরদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের লোকমান সরদারের ছেলে।গত বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় সুপারি ব্যবসায়ী মফিজুল ইসলাম সরদারকে হত্যা করে পালিয়ে যায় হাসিব ও তার সহযোগীরা। এ ঘটনায় থানায় মামলা হয়। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, আটক হাসিবকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে।