পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত মোটরশ্রমিকের মৃত্যু

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত মোটরশ্রমিক সুজন (২৫) মারা গেছেন। বুধবার দুপুরে এইচআর পরিবহনের মালিককে টাকা দিয়ে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। সুজন এইচআর ট্রাভেলস্’র সুপার ভাইজার ও পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শাহিনুর রহমানের ছেলে। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।