যবিপ্রবিতে নমুনা পরীক্ষা বন্ধে করোনা গণকমিটির ক্ষোভ ও প্রতিবাদ

0

করোনা দুর্যোগ উত্তরণে গণকমিটি প্রতিবাদ ও ােভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। বিবৃতিদাতারা হলেন, কমিটির আহ্বায়ক অধ্যাপক আফসার আলী, যুগ্ম আহ্বায়ক ডা. আহসান কবির, রুকুন উদ দৌলা,অ্যাড. কাজী ফরিদুল ইসলাম, মাহবুব মজনু, অ্যাড. শহীদ আনোয়ার, মিজানুর রহমান, অর্চনা বিশ্বাস, পাভেল চৌধুরী, সানোয়ার আলম খান দুলু, তসলিমউর রহমান, অ্যাড.আবুল হোসেন, হাসিনুর রহমান, জিল্লুর রহমান ভিটু ও মো. আলাউদ্দিন। নেতৃবৃন্দ বলেন, কিসের ভিত্তিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) করোনা ভাইরাসের নমুনা পরীা বন্ধ করা হলো আমরা জানি না, কার নির্দেশে হলো তাও জানি না। তবে কি যশোরসহ এই অঞ্চল করোনামুক্ত? একই সাথে আমরা ল্য করলাম ১২ আগস্ট নিয়মিত থেকে স্বাস্থ্য বুলেটিন প্রচার বন্ধ করা হয়েছে। তাহলে দেশে আর করোনা আক্রান্ত নেই বলে কি কর্তাব্যক্তিরা মনে করেন? তবে জনতার চাপে ১৩ আগস্ট থেকে আবার স্বাস্থ্য বুলেটিন প্রচারের ঘোষণা এসেছে। আমরা আমাদের আশপাশে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন নিকটজন, পরিচিতজনদের আক্রান্ত হওয়ার ও মারা যাওয়ার সংবাদ পাচ্ছি। আমরা সরকারের এই দ্বিমুখী নীতি যশোরে করোনা নমুনা পরীা বন্ধ ও স্বাস্থ্য বুলেটিন বন্ধের উদ্যোগে নিন্দা, ােভ ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনরায় যশোরে করোনা নমুনা পরীা চালু ও স্বাস্থ্য বুলেটিন প্রচার অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। বিজ্ঞপ্তি