খুলনায় স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের স্থায়ী নিয়োগের দাবি

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ এবং পরীক্ষার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের রাষ্ট্রপতি নির্বাহী আদেশে নিয়োগের দাবী জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ আওয়ামী মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ খুলনা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির নির্বাহী আদেশে সারা দেশ হতে স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্টদের স্থায়ী নিয়োগ প্রদান করা হলেও খুলনায় কাউকে নিয়োগ দেয়া হয়নি। তাই স্বাস্থ্যমন্ত্রীসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়া হয়েছে। অতিসত্তর খুলনা মেডিকেল ল্যাব টেকনোলজিস্টদের স্থায়ী নিয়োগসহ সরকার ঘোষিত সকল সুযোগ সুবিধা দেয়া না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করেছেন।