মহেশপুরে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৭

0

আসিফ কাজল, ঝিনাইদহ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় এক শিশু, পাঁচ নারীসহ সাত জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে তাদের আটক করা হয়। আটকরা হলেন চয়ন বিশ্বাস (২০), প্রিয়াংশা বিশ্বাস (১৮), রিমু বিশ্বাস (০৩), রুনু বিশ্বাস (৩৫), মিনতী বিশ্বাস (৩০), নমিতা রায় (৩২) এবং সুমি আাক্তার (২৫)। সবার বাড়ি গোপালগঞ্জ উপজেলার ডোমরাশুর ও বাগেরহাটের নলবুয়িনা গ্রামে। খাশিলপুর ৫৮ বিজিবির পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামকুড় বিওপির সীমান্ত পিলার ৬১/১০৫ নেপা মাঠ হতে সাত জনকে আটক করা হয়। এ বিষয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)/(গ) ধারায় মহেশপুর থানায় আটকদের সোর্পদ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা (নম্বর-১৮) হয়েছে।