প্রণব মুখার্জী কোমায়

0

লোকসমাজ ডেস্ক॥ কোমা’য় ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জী। তবে তার গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলো স্থিতিশীল আছে। বৃহস্পতিবার সেনাবাহিনীর রিসার্স এন্ড রিফেরাল (আরএন্ডআর) হাসপাতাল থেকে এ তথ্য দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, সাবেক এই প্রেসিডেন্টের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস এ খবর দিয়েছে।
সোমবার বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে আরএন্ডআর হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তার মাথায় রক্তের বড় একটি জমাটবাঁধা দলা দেখতে পান চিকিৎসকরা।
ফলে ব্রেনে সার্জারি করা হয়। ওদিকে বৃহস্পতিবার তার ছেলে অভিজিত টুইটে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রণব মুখার্জীর স্বাস্থ্য নিয়ে ভুয়া খবর প্রচার বন্ধ করতে। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বনামধন্য সাংবাদিকরা পর্যন্ত আজগুবি এবং ভুয়া খবর প্রচার করছেন। এতে ‘মেড ইন ইন্ডিয়া’ যেন ভুয়া খবরের কারখানা হয়ে গেছে। প্রণব মুখার্জীর মেয়ে শর্মিষ্ঠা বলেছেন, সাবেক এই প্রেসিডেন্টকে নিয়ে গুজব ছড়ানো উচিত হবে না।