এস্ট্রাজেনেকার টিকা উৎপাদন করবে আর্জেন্টিনা ও মেক্সিকো

0

লোকসমাজ ডেস্ক॥ বৃটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি এস্ট্রাজেনেকা করোনা ভাইরাসের বিরুদ্ধে যে টিকা আবিষ্কার করছে, তা উৎপাদন করবে আর্জেন্টিনা ও মেক্সিকো। তাদের উৎপাদিত টিকার বেশির ভাগই সরবরাহ করা হবে লাতিন আমেরিকার দেশগুলোতে। এস্ট্রাজেনেকা কোম্পানির নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। অনলাইন আল জাজিরা এ খবর দিয়েছে। এতে আরো বলা হয়েছে, এস্ট্রাজেনেকার সঙ্গে এ নিয়ে বায়োটেকনোলজি বিষয়ক কোম্পানি এমএবিসায়েন্স-এর মধ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে ১৫ কোটি ডোজ টিকা উৎপাদন করা হবে প্রাথমিক পযায়ে। এসবই সরবরাহ দেয়া হবে ব্রাজিল বাদে লাতিন আমেরিকার দেশগুলোতে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেছেন, লাতিন আমেরিকার জন্য টিকা উৎপাদন করা হবে আর্জেন্টিনা ও মেক্সিকোতে।
এর ফলে এ অঞ্চলের দেশগুলোতে সময়মতো এবং কার্যকরভাবে পৌঁছে দেয়া যাবে এই টিকা। পরে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মারসেলো এব্রার্ড টুইটারে বলেছেন, এই চুক্তি সামনে ঠেলে দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ এবং মেক্সিকোর প্রেসিডেন্ট আঁন্দ্রে ম্যানুয়েল লোপেজ অব্রাডর। তিনি বলেন, ২৫ কোটি ডোজ এই টিকা উৎপাদন করতে পারেন তারা।