চীনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা হবে সৌদিতে

0

লোকসমাজ ডেস্ক॥ চীনের ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হবে সৌদি আরবে। দেশটিতে এ জন্য প্রায় ৫০০০ জন স্বেচ্ছাসেবীকে বাছাই করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।
এই ভ্যাকসিনটি ডেভেলপ করেছে চীনের ক্যানসিনো বায়োলোজিকস। এর প্রথম ও দ্বিতীয় ধাপ এরইমধ্যে সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে ১০৮ জন স্বেচ্ছাসেবীকে ভ্যাকসিন দেয়া হয়েছিল। গত মার্চ থেকে এর পরীক্ষা চলছে। দ্বিতীয় ধাপে পরীক্ষা করা ৬০৩ জনের দেহে।
এটি বেশ নিরাপদ বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে এবার চূড়ান্ত ফলাফলের জন্য সৌদি আরবে এর তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হবে।
এ নিয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এত বলা হয়, গত দুই ধাপের পরীক্ষায় আমরা দেখতে পাই ভ্যাকসিনটি বেশ কার্যকরি। এটি সফলভাবে কোভিড-১৯ এর বিরুদ্ধে এন্টিবডি গঠন করছে। এর পার্শ্বপ্রতিক্রিয়াও অতি সামান্য। এটিকে এখন সৌদির বিভিন্ন হাসপাতালে ১৮ বছরের বেশি বয়স্কদের দেয়া হবে। বিবৃতিতে আরো জানানো হয়, যত দ্রুত সম্ভব এ পরীক্ষা শুরু হতে চলেছে।